জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শহরের মোহনপুরে সাংবাদিকের বাসাসহ দুই বাসায় দুঃসাহসিক চুরি!

হবিগঞ্জ শহরের মোহনপুরে ব্র্যাক অফিসসহ দুই বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

গত শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় সাংবাদিক সৈয়দ সালিক আহমেদ ও একই রাতে পাশ্ববর্তী সামছুর রহমান মাষ্টারের বাসা থেকেও নগদ টাকা, মোবাইল চুরি হয়।

গতকাল শনিবার সন্ধ্যা রাতে একই এলাকার ব্র্যাক অফিসের তালা ভেঙে ল্যাপটপ ও মূল্যবান জিনিসপত্র চুরি হয়।

হবিগঞ্জ শহরে বেশ কিছুদিন থেকেই দোকানপাট বাসাবাড়ীতে একের পর এক চুরির ঘটনা ঘটছে। এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই এলাকায় একদল মাদকসেবী যুবক রয়েছে। যারা সন্ধ্যার পরই বিভিন্ন বাসা-বাড়ির সামনে মাদক সেবন করে। তারাই এ কাজটি করতে পারে বলে ধারনা করা হচ্ছে।