24.9 C
Habiganj
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩

Habiganj News

Habiganj News is the most popular online media and newspaper in the Habiganj district. It serves the latest news of Habiganj district.

শায়েস্তাগঞ্জে কিশোর গ্যাংয়ের উৎপাত, সচেতন অভিভাবকরা জিম্মি

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে । কিশোর অপরাধীরা ” গ্যাং ” বা গ্রুপ সৃষ্টি করে বিভিন্ন অপরাধ করে বেড়াচ্ছে । জড়িয়ে পড়ছে ইভটিজিং সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে সঙ্গে ।

এই কিশোররা সমাজের মধ্যে নিজেদের মতো করে নতুন এক সমাজ গড়ে তোলার চেষ্টা করছে । কিশোর অপরাধীরা আবার বিভিন্ন গ্যাংয়ের মাধ্যমে তথাকথিত ” বড় ভাইদের ” আস্কারা পেয়ে অপরাধ করে বেড়াচ্ছে । প্রশাসন এ অপরাধের বিরুদ্ধে কঠোর হওয়ার পর ও কিশোর গ্যাংয়ের অপরাধীদের কোনো ভাবেই থামানো যাচ্ছে না ।

এ সব কিশোর বেশির ভাগ বিভিন্ন গাড়ি চালক, প্রবাসী , ব্যবসায়ী, চাকুরী জীবী , কৃষক , দিন মজুরি , দাদন ব্যবসায়ী , অর্থশালী, জনপ্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীর বেকার সন্তান ।

সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে ও ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে গ্রামের পাড়া-মহল্লা রাস্তায় – দোকানে , গাড়ি স্ট্যান্ড , মাজার শরীফ এলাকা, হাট-বাজার ও রেলস্টেশনে বেড়েছে কিশোর গ্যাংয়ের উৎপাত ।

কিশোর গ্যাংয়ের কবল থেকে রক্ষা পেতে পুলিশ ও র‍্যাব এর হস্তক্ষেপ কামনা করেছেন উপজেলার প্রতিটি ওয়ার্ডের সচেতন মহল ।

সরেজমিনে গিয়ে দেখা যায় , উপজেলার মাজদা শরীফ এলাকা রাস্তা , গাড়ি স্ট্যান্ড , সড়ক রাস্তা , রেললাইন , রেলস্টেশন , রেলস্টেশন হোটেল রেস্তরা , হাটবাজার , বিভিন্ন দোকান পাট , স্কুল আসার পথে রাস্তায় এবং প্রতিটি ওয়ার্ডে রাস্তায় বা দোকানে বসে কিশোররা আড্ডা দিচ্ছে । কেউ বাড়ির সামনে বা অন্যান্য এলাকার কিশোর দলবদ্ধ ভাবে জোর হয়ে বসে আড্ডা জমায় এবং বিভিন্ন ব্রেন্ডের মোবাইল দিয়ে লুডু খেলার নামে জুয়া আসর বসায় ।

স্কুল – কলেজ ছাএীরা বাসা- বাড়ি থেকে যাওয়ার সময় বিভিন্ন রাস্তা মধ্যে উৎপেতে বসে থাকে কিশোর । সুযোগ বুঝে ছাত্রীদেরকে রাস্তায় মধ্যে ইভটিজিংয়ে শিকার হচ্ছে । এ-সব কিশোররা সকাল থেকে গভীর রাত ১২ টা পর্যন্ত বাজে আড্ডায় লিপ্ত এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত । তাদেরকে দেখলে মনে হয় শিক্ষিত প্রভাব শালী সন্তান । তাদের অভিভাবকরা সন্তানদের প্রতি কোনো নজর রাখে না । কোনো কিশোর মাদক বিক্রি ও মাদক সেবনের সাথে জড়িত আছে বলে অনেকেই ধারণা ।

প্রায়ই সময় স্কুল – কলেজ ছাএীরা আসা যাওয়া সময় শিক্ষা প্রতিষ্ঠানেরর আড়ালে ঘোরাঘুরি করে ইভটিজিং দিচ্ছে কিশোররা । লজ্জায় অনেক ছাত্রী তাদের অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককে বলতে রাজি নয় । এমনকি বিভিন্ন সময় অভিভাবকদের ও নানা ধরনের হুমকি দিয়ে আসছে কিশোররা ।

কিশোরদের উৎপাতের ভয়ে অনেক অভিভাবক মান সম্মানের তাগিদে তাদের সন্তান স্কুল থেকে লেখা পড়া থেকে বাদ দিয়েছে । প্রশাসন এ অপরাধের বিরুদ্ধে কঠোর হওয়ার পর ও শায়েস্তাগঞ্জ উপজেলায় কিশোর গ্যাংয়ের অপরাধীদের কোনো ভাবেই থামানো যাচ্ছে না । হেন অপরাধ নেই , যা তারা করছে না। মাদকের মাঝে মধ্যে ছড়াছড়ি উপাদান গুলো হাতের কাছে পাওয়ায় কিশোর অপরাধীরা আর ও বেপরোয়া হয়ে উঠেছে । দ্বিধা করছে না কোনো অপরাধ করতে । ” বড় ভাইদের ” সহযোগিতা পেয়ে তারা দ্বিগুণ উৎসাহ নিয়ে অপরাধ করে বেড়াচ্ছে। তবে রাজনৈতিক ছএছায়ায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর অপরাধীরা। প্রতিটি কিশোর গ্যাংয়ের নেপথ্যে স্থানীয় রাজনৈতিক নেতা , অর্থ প্রভাবশালী , কিছু জনপ্রতিনিধিদের মদদ রয়েছে । ক্ষেএ বিশেষ ধরাছোঁয়ার বাইরে থেকে যায় এ সকল কিশোর অপরাধীরা। কেউ আত্মীয়তা সুবাদে রাজনৈতিক নেতা ,জনপ্রতিনিধি ও প্রভাব শালীদের উচিত হবে না কোনো অপরাধীকে প্রশ্রয় দেওয়া ।

তাদের উচিত প্রতিটি ওয়ার্ডে জনপ্রতিনিধিরা শিশু – কিশোরদের বিভিন্ন অপরাধ থেকে মুক্ত রাখার জন্য কর্মসূচি তৈরি করা । পাশাপাশি সমাজের সচেতন ব্যক্তিবর্গকে ও এগিয়ে আসতে হবে । সাধারণ মানুষের অসহায় এ অবস্থা থেকে মুক্তি না মিললে সমাজে বাস করা ও দায় হবে । এ সমস্যা থেকে রক্ষা পেতে প্রশাসনের সু দৃষ্টি কামনা করেছেন শায়েস্তাগঞ্জ উপজেলা সচেতন মহলবাসী ।

- Advertisement -

প্রিয় পাঠক

আপনার আশেপাশের যে কোন সমস্যার কথা আমাদেরকে লিখে পাঠান। এলাকার সম্ভাবনার কথা, মাদক, দুর্নীতি, অনিয়ম আর সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যসহ পাঠিয়ে দিন আমাদের ই-মেইলে। ই-মেইলঃ habiganjnews24@hotmail.com

আমাদের সাথে থাকুন

22,341FansLike
1,342FollowersFollow
5,234FollowersFollow
3,542SubscribersSubscribe

জনপ্রিয় সংবাদ

আরো কিছু সংবাদ
Related

বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও‘র মতবিনিময়

জুয়েল রহমান: হবিগঞ্জের বানিয়াচংয়ে নবাগত ইউএনও মোঃ মাহবুবুর রহমান...

ঢাবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষক হলেন হবিগঞ্জের জালাল আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবে ১ অক্টোবর...

লাখাইয়ে গাড়ী চাপায় বাইসাইকেল আরোহী নিহত

এম এ ওয়াহেদ: হবিগঞ্জের লাখাইয়ে গাড়ীর চাপায় বাইসাইকেল আরোহী...