18.8 C
Habiganj
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

Habiganj News

Habiganj News is the most popular online media and newspaper in the Habiganj district. It serves the latest news of Habiganj district.

শায়েস্তাগঞ্জে কোটি টাকা ব্যয়ে বিদ্যালয়ে একাডেমিক ভবন ও মূল ফটক উন্মোচন উদ্বোধন

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট দ্বিতীয় ও তৃতীয় তলা এডভোকেট মোঃ আবু জাহির একাডেমিক ভবন ও মূল ফটক উন্মোচন উদ্বোধন সহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

এক কোটি তিন লাখ টাকা ব্যয়ে সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ ২য় ও ৩য় তলা একাডেমিক ভবন ও মূল ফটক উন্মোচন নির্মাণ করেছে ।

সোমবার ( ২৫ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ঐতিহ্য বাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে চারতলা বিশিষ্ট দ্বিতীয় ও তৃতীয় তলা এডভোকেট মোঃ আবু জাহির একাডেমিক ভবন ও মূল ফটক উন্মোচন উদ্বোধনী করেন হবিগঞ্জ – ৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির ।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম খান জানান , আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এর বরাদ্দে প্রায় কোটি তিন লাখ টাকা ব্যয়ে ভবন ও মূল ফটক উন্মোচন টি নির্মান করা হয়েছে ।

এ বিদ্যালয়ে শ্রেণি কক্ষ বৃদ্ধি স্থান সংকুলানের সমস্যা দূর হতো । আয়োজিত সুধী সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ।

অনুষ্ঠানে বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোঃ জালাল আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল , উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম ।

সুধী সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শফিক মিয়া , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গাজিউর রহমান ইমরান , শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল , বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ অভিভাবক সদস্য মোঃ মেরাজ আলী । এদিকে নতুন এই ভবনটি পেয়ে খুশি বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থীরা ৬ টি কক্ষে প্রায় ৩৬০ জন শিক্ষার্থী পাঠ দান করতে পারবে বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ ।

প্রধান অতিথি এমপি আবু জাহির বলেন , বিএনপি ক্ষমতায় থাকা কালে শিক্ষার্থীরা লেখা পড়ায় উৎসাহ পায়নি । প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়ে সব ক্ষেত্রে আধুনিক তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনগোষ্ঠী গড়ে তুলেছে ।

তিনি আরো বলেন , বিএনপি সরকার বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে পুরাতন বই তুলে দিত। এতে বাচ্চারা নিরানন্দন হয়ে বাড়ি ফিরতো। বর্তামান সরকার বছরের প্রথম দিন উৎসবের মাধ্যমে বাচ্চাদের হাতে নতুন বই তুলে দিচ্ছে । এতে লেখা পড়ায় তাদের উদ্দীপনা বাড়ছে । শিক্ষার্থীদের মায়ের মোবাইল নম্বরে মাসে মাসে টাকা ও দেওয়া হচ্ছে । ফলে সকল পেশার মানুষের সন্তানরা এখন শিক্ষা মুখী । তাঁরা যুগোপযোগী শিক্ষা নিয়ে শেষ বয়সে বাবা – মায়ের মুখে খাবার তুলে দিচ্ছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা উদ্যোগের কারণে লেখা পড়া শেষে তরুণ প্রজন্মের কর্ম সংস্থান নিশ্চিত হচ্ছে ।

এ সময় বিগত সাড়ে ১৪ বছরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে এমপি আবু জাহির হবিগঞ্জ সদর , লাখাই , শায়েস্তাগঞ্জ উপজেলা যে অভাবনীয় উন্নয়ন কর্মকা – বাস্তবায়ন করেছেন তা তুলে ধরেন এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও নৌকা ভোট দেওয়ার আহবান জানান বিশেষ অতিথি বৃন্দ ।

এ উদ্বোধনী সমাবেশে উপস্থিত প্রায় হাজারো নারী আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে থাকবেন বলে হাত তুলে সমর্থন জানিয়েছেন ।

সুধী সমাবেশে এমপি আবু জাহির এর ব্যাপক উন্নয়ন কাজের কৃতজ্ঞতা এবং সাংসদ সদস্যদের কাছে বিভিন্ন দাবী- দাওয়া তুলে ধরেন শিক্ষক – অভিভাবক – শিক্ষার্থীরা । এ উদ্বোধনী সমাবেশে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা , জনপ্রতিনিধি , সাংবাদিক , বিভিন্ন পেশার লোকজন , শিক্ষক – শিক্ষার্থী , অভিভাবক,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীরা।

- Advertisement -

প্রিয় পাঠক

আপনার আশেপাশের যে কোন সমস্যার কথা আমাদেরকে লিখে পাঠান। এলাকার সম্ভাবনার কথা, মাদক, দুর্নীতি, অনিয়ম আর সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যসহ পাঠিয়ে দিন আমাদের ই-মেইলে। ই-মেইলঃ habiganjnews24@hotmail.com

আমাদের সাথে থাকুন

22,341FansLike
1,342FollowersFollow
5,234FollowersFollow
3,542SubscribersSubscribe

জনপ্রিয় সংবাদ

আরো কিছু সংবাদ
Related

লাখাইয়ে টাকার বিনিময়ে অকৃতকার্য শিক্ষার্থীদের কৃতকার্য করার অভিযোগ

বিল্লাল আহমেদ: হবিগঞ্জ জেলার হাওর অঞ্চল বেষ্টিত লাখাই উপজেলার...

শনিবার “হাওরে অবস্থান কর্মসূচী” বাপার

বিল্লাল আহমেদ: হবিগঞ্জের লাখাইয়ে আগামী শনিবার (৯ ডিসেম্বর) দুপুর...

বানিয়াচংয়ে চেক জালিয়াতির মামলা ঝর্না আক্তারের নামে

হবিগঞ্জের বানিয়াচংয়ে চেক ডিজঅনার মামলায় এক নারীকে ১০ মাসের...

মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গাজী শাহজাহান চিশতী স্মরণে দোয়া মাহফিল

বিল্লাল আহমেদ: হবিগঞ্জের লাখাইয়ে সদ্য প্রয়াত সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা, সাদা...