শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ রুমেল মিয়া(৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার রাত ৮টায় অভিযান চালিয়ে বাগুনিপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার অপর সহযোগী পালিয়ে গেছে।
পুলিশকে জানায়, সে দীর্ঘদিন যাবত শায়েস্তাগঞ্জে মাদক বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিুছর রহমান বিষয়টি নিশ্চিত করেন।