১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ১২:০৩

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে রমজান মাসেও চলছে বিদ্যুতের ভেল্কিবাজি

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ শায়েস্তাগঞ্জ উপজেলায় পবিত্র রমজান মাসেও পল্লী বিদ্যুতের ভেল্কিবাজি চলছে দিনে-রাতে। রমজানের শুরুতে সহনীয় থাকলেও সম্প্রতি পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে লোকজন।

একটু বাতাস বা বৃষ্টি হলেই শুরু হয় বিদ্যুতের ভেলকিবাজি, চলে রাতভর। প্রচন্ড ভ্যাপসা গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় রোজাদার মুসল্লিদের তারাবিহ্ নামাজ আদায়ে যারপরনাই কষ্ট হচ্ছে।

সব মিলিয়ে হপবিস শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুতের এই ভেল্কিবাজিতে অতিষ্ট শায়েস্তাগঞ্জ উপজেলার জনগণ। বর্ষা মৌসুমে আকাশে মেঘ জমতে দেখলেই শুরু হয় লোডশেডিং। আর একটু-আধটু বৃষ্টি হলে তো আর কথাই নেই, কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎ নিরুদ্দেশ হয়ে যায়।

এটা যেন তাদের অঘোষিত নিয়মেই পরিণত হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ থাক বা না থাক মাস শেষে মোটা অংকের বিদ্যুৎ বিল ধরিয়ে দিতে ভুল করেনা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

প্রতিদিন সেহরি, ইফতার ও তারাবি নামাজ চলাকালীন সময়ে লোডশেডিং যেন রুটিন ওয়ার্ক হয়ে দাড়িয়েছে। দিনের বেলায় কমপক্ষেও ৭/৮ বার বিদ্যুতের লুকোচুরি খেলাতে ক্ষুব্ধ হয়ে উঠছে গ্রাহকরা। রমজান মাসের প্রচন্ড দাপদাহের বিদ্যুতের আসা-যাওয়া খেলায় লোকজন হাঁপিয়ে উঠছেন।

এগুলো দেখার যেন কেউ নেই। সাধারণ লোকজনের এসব সমস্যা সমাধানের কোন মাধ্যম না থাকায় তারা অসহায় হযে পড়েছেন। লোকজনের মাঝে প্রচন্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে।