শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুই দিন ব্যাপী ৪০ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
সোমবার (২১ জানুয়ারী ) সকাল ১১টায় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।
মেলা উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার এসএম ফেরদৌস ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক প্রমুখ।