৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৯:৩১

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের বাংলা নববর্ষ বরণ

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়েজিত বাংলা বর্ষবরণ  উৎসব ও মঙ্গল শোভাযাত্রা পালন করা হয়েছে। রবিবার ১৪ এপ্রিল সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠনের অংশ গ্রহনে বাংলা নববর্ষ  উৎসব পালিত হয়।

ওই দিন সকালে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফেরদৌস ইসলাম। মঙ্গল শোভাযাত্রা শেষে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফেরদৌস ইসলামের সভাপতিত্বে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলা নববর্ষ  উদযাপন উপলক্ষে সাংষ্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল, এড. হুমায়ুন কবির সৈকত, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুল হাছান চৌধুরী শাহীন, অধ্যক্ষ জালাল উদ্দিন রুমী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক মঈনুল হাসান রতন, বাংলাদেশ মানবাধিকার কমিশন শায়েস্তাগঞ্জ শাখার সভাপতি মোঃ আব্দুর রকিব, হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান পরিষদের সভাপতি অসিত রঞ্জন দাস মন্টু, দৈনিক ইত্তেফাক পত্রিকার শায়েস্তাগঞ্জ প্রতিনিধি আবদুল হক রেনু, দৈনিক মানবজমিন পত্রিকার শায়েস্তাগঞ্জ প্রতিনিধি শাহ্ মোস্তফা কামাল প্রমূখ।