18.8 C
Habiganj
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

Habiganj News

Habiganj News is the most popular online media and newspaper in the Habiganj district. It serves the latest news of Habiganj district.

শীতকালীন সবজি চাষ করে ; লাভের স্বপ্ন দেখছেন কৃষক মনু মিয়া

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

মোঃ আলাল মিয়াঃ অধিক লাভের আশায় শীতকালীন আগাম সবজি চাষ করছেন হবিগঞ্জ জেলার কৃষকেরা। ফলনও হচ্ছে ভালো। বাজারে ব্যাপক চাহিদা থাকায় সবজির দামও এখন চড়া। নবীগঞ্জ উপজেলায় কাঁটা বেগুন গাছে গ্রাফটিং কলম চারা টমেটো চাষে লাভের আলো দেখছেন কৃষক মনু মিয়া। ইতোমধ্যে তার চাষকৃত টমেটো বাজারে বিক্রি শুরু হয়েছে।

কৃষক মনু মিয়া কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের পুরাণ গাওঁ গ্রামের মৃত গোলাম কবির চৌধুরীর ছেলে। মনু মিয়া দীর্ঘদিন আগে থেকে তিনি বিভিন্ন সবজি চাষ করে আসছেন। প্রতি বছর তিনি বিভিন্ন সবজির পাশাপাশি টমেটো, শিম ও ললিতা বেগুন চাষ করে থাকেন। এরই মধ্যে তিনি কাঁটা বেগুন গাছে গ্রাফটিং কলম চারা চাষ করেন। টমেটো চাষ পদ্ধতি দেখে কাঁটা বেগুনের ছারা সংগ্রহ শুরু করেন।

তিনি বলেন, প্রথমে কাঁটা বেগুনের চারা প্রায় ১৫ দিন বয়স হলে টমেটোর চারা বপন করতে হয়। এরপর চারার বয়স এক মাস হলে গ্রাফটিং কলম করে এক সপ্তাহ ছায়াযুক্ত স্থানে রাখার পর, পরের এক সপ্তাহ রোদে রাখতে হয়।

এরপর জমিতে চারা রোপণ করতে হবে। কৃষক মনু মিয়া বলেন, এবার পরীক্ষামূলক প্রায় ২৪ শতক জমিতে ১৫০০ পিস টমেটো কলম চারা রোপণ করি। কাঁটা বেগুন গাছ অতি বৃষ্টি, স্যাঁতসেঁতে এবং প্রখর রোদ সহনশীল হওয়ায় গাছের গোড়া নষ্ট হয় না। ফলে কলমের গাছ প্রায় ৮ মাস পর্যন্ত টিকে থাকে এবং ভাল ফল পাওয়া যায়। এছাড়া সাধারণ টমেটো গাছের চাইতে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। তাই রোগবালাইও কম। এতে কীটনাশক ও রাসায়নিক সারের পরিমাণ একটু বেশি হলেও লাভও বেশি হবে।

তিনি বলেন, ৫০ শতক জমিতে টমেটো, শিম ও ললিতা বেগুন চাষ করতে এ পর্যন্ত প্রায় ১ লক্ষ টাকা খরচ হয়েছে। প্রতিটি গাছ থেকে শেষ পর্যন্ত প্রায় ৫-৬ কেজি টমেটো পাবেন বলে ধারণা করছেন। তিনি ইতোমধ্যে ক্ষেত থেকে টমেটো তোলা শুরু করেছেন। তবে শিম ও বেগুন এখন বিক্রি করার মতো উপযোগী হয় নি। গত কয়েক দিনে টমেটো তুলে স্থানীয় বাজারে প্রতি কেজি ১০০-১১০ টাকা দরে বিক্রি করছেন।

তিনি আরও বলেন, মৌসুমের শুরুতেই ফল পাওয়ায় চড়া দামে বিক্রি করতে পারছেন, তাই চাষকৃত শুধু টমেটো জমি থেকে লক্ষাধিক টাকা লাভ হবে এমনটায় আসা তার। তিনি এ ক্ষেত্রে স্থানীয় কৃষি অফিস থেকে সার্বিক পরামর্শ নিচ্ছেন। মনু মিয়া জানান, সরকারিভাবে সার্বিক সহযোগিতা পেলে এবং উন্নত প্রযুক্তি অনুসরণ করে আবহাওয়ার সঙ্গে মানানসই যে কোনো ফসল ফলাতে পারলে অবশ্যই স্বাবলম্বী হওয়া সম্ভব।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম বলেন, নবীগঞ্জে এই প্রথম কৃষক গ্রাফটিং কলম করে টমেটো চাষ করেছেন। আমরা তাকে সার্বিকভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করে আসছি। তিনি বলেন, গ্রাফটিং কলম গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং গোড়া অতি সহজে পচে না, তাই গাছ দীর্ঘজীবী হয়। ফলে দীর্ঘসময় ধরে ফল পাওয়া যায়। এছাড়া আগাম চাষ করার কারনে টমেটোর দামও ভালো পাওয়া যায়। এতে কৃষকরা অধিক লাভবান হবেন।

- Advertisement -

প্রিয় পাঠক

আপনার আশেপাশের যে কোন সমস্যার কথা আমাদেরকে লিখে পাঠান। এলাকার সম্ভাবনার কথা, মাদক, দুর্নীতি, অনিয়ম আর সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যসহ পাঠিয়ে দিন আমাদের ই-মেইলে। ই-মেইলঃ habiganjnews24@hotmail.com

আমাদের সাথে থাকুন

22,341FansLike
1,342FollowersFollow
5,234FollowersFollow
3,542SubscribersSubscribe

জনপ্রিয় সংবাদ

আরো কিছু সংবাদ
Related

লাখাইয়ে টাকার বিনিময়ে অকৃতকার্য শিক্ষার্থীদের কৃতকার্য করার অভিযোগ

বিল্লাল আহমেদ: হবিগঞ্জ জেলার হাওর অঞ্চল বেষ্টিত লাখাই উপজেলার...

শনিবার “হাওরে অবস্থান কর্মসূচী” বাপার

বিল্লাল আহমেদ: হবিগঞ্জের লাখাইয়ে আগামী শনিবার (৯ ডিসেম্বর) দুপুর...

বানিয়াচংয়ে চেক জালিয়াতির মামলা ঝর্না আক্তারের নামে

হবিগঞ্জের বানিয়াচংয়ে চেক ডিজঅনার মামলায় এক নারীকে ১০ মাসের...

মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গাজী শাহজাহান চিশতী স্মরণে দোয়া মাহফিল

বিল্লাল আহমেদ: হবিগঞ্জের লাখাইয়ে সদ্য প্রয়াত সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা, সাদা...