২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৯:২১

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শেখ হাসিনার পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন – এমপি আবু জাহির

ডিজিটাল বাংলাদেশ গঠনের ঘোষণা নিয়ে বিএনপি তামাশা করেছিল; তবে শেখ হাসিনা তাঁর সেই ঘোষণা বাস্তব করে দেখিয়েছেন। তাঁর পরবর্তী লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করা।

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি আজ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, তাঁদের সময়ে দেশের মানুষ কষ্টে ছিল। আওয়ামী লীগ সরকারে এসে জনগণের কষ্ট দূর করেছে। এ সময় তিনি লস্করপুর ইউনিয়নে ব্যাপক উন্নয়ন কাজের কথা তুলে ধরেন।

সংসদ সদস্য বলেন, এখন প্রতিটি মানুষ ডিজিটাল বাংলাদেশের সুবিধা ভোগ করছে। আগামী দিনে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের স্বার্থে নৌকার পক্ষে থাকুন।

এ সময় উপস্থিত সহশ্রাধিক নারী হাত তুলে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, লস্করপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো প্রমুখ।

সমাবেশে আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্প্রতি এমপি আবু জাহির প্রতিটি ইউনিয়নেই মহিলা সমাবেশে যোগ দিচ্ছেন। গতকাল লস্করপুরে ছিল ৬ষ্ঠ সমাবেশ।