সিলেট প্রতিনিধি: সিলেটে নির্মাণাধীন ভবনের লিফটের তার ছিঁড়ে রশিদ মিয়া (২৫) ও আলী আসকর (২২) নামে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (০৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে নগরের সোবাহানিঘাটে নির্মাণাধীন পুপুলার সেন্টার অ্যান্ড হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের সহকর্মী প্রত্যক্ষদর্শী মিলন মিয়া জানান, ভবনের ৫ম তলায় লিফটে কাজ করছিলেন লিফট মিস্ত্রি রশিদ ও আসকর। এমন সময় লিফটের রশি ছিঁড়ে পড়ে দুই শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই ফারুক আহমদ জানান, আহতদের মধ্যে রশিদের মাথায় আঘাত লেগেছে, তার অবস্থা গুরুতর।