২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৫

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জের বানিয়াচংয়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

হবিগঞ্জের বানিয়াচংয়ে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেলো বড় ভাই নওশাদ মিয়া (৫৫) নামের এক ব্যক্তির।

জানা যায়, দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে।
ছোট ভাই জুহেদ মিয়া বড় ভাই নওশাদ মিয়াকে ছুরিকাঘাত করার পর থেকেই পলাতক রয়েছেন।

ঘটনাটি ঘটেছে, রবিবার (০২ সেপ্টেম্বর) বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দোয়াখানী মহল্লায় সকাল সাড়ে ১০ টায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত নওশাদ পেশায় কবিরাজি করতেন।

নিহত নওশাদ মিয়া কিম্মত আলীর ছেলে। নিহত নওশাদের মিয়ার সঙ্গে তাঁর আপন ছোট ভাই জুহেদ মিয়ার মধ্যে বসত বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে জুহেদ উত্তেজিত হয়ে নওশাদকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে বানিয়াচং থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।

এই বিষয়টি নিশ্চিত করে বা‌নিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইস‌লাম বলেন, তা‌দের বাড়ির সীমানা নি‌য়ে বি‌রোধ ছিল।
এই বিরোধকে কেন্দ্র এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।এই ঘটনায় এখনও মামলা হয়‌নি তবে মামলা প্রক্রিয়াধীন।