34.1 C
Habiganj
মঙ্গলবার, ২৪ মে ২০২২

হবিগঞ্জে ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান

হবিগঞ্জে ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন হবিগঞ্জ।

আজ ২৬ এপ্রিল সোমবার হবিগঞ্জ জেলার নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে “করোনা ভাইরাসজনিত কারণে ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান কর্মসূচি” পরিচালিত হয়।

জেলা প্রশাসন, হবিগঞ্জের আয়োজনে এবং জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান- এর সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের  এমপি জনাব অ্যাডভোকেট মো: আবু জাহির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র জনাব আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান জনাব মোতাচ্ছিরুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জনাব মো: হাবিবুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জনাব ফরিয়াদ চৌধুরী, জেলা প্রশাসকের কার্যালয়ের এবং প্রেস ও প্রিন্ট মিডিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।

মানবিক সহায়তা প্রদানের প্রথম দিনে ১০৫ জন ক্ষতিগ্রস্থ ও দুঃস্থ ব্যক্তিকে সহায়তা প্রদান করা হয়।

প্রিয় পাঠক

আপনার আশেপাশের যে কোন সমস্যার কথা আমাদেরকে লিখে পাঠান। এলাকার সম্ভাবনার কথা, মাদক, দুর্নীতি, অনিয়ম আর সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যসহ পাঠিয়ে দিন আমাদের ই-মেইলে।
ই-মেইলঃ habiganjnews24@hotmail.com

আমাদের সাথে থাকুন

44,536FansLike
54,367FollowersFollow
4,359FollowersFollow
5,632SubscribersSubscribe

ক্যালেন্ডার