১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৯:২৪

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে ঘোড়া প্রতীক পেলেন সৈয়দ পরিবারের চার প্রার্থী

১০ মার্চ হবিগঞ্জের আটটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তাই নির্ধারিত তারিখ আজ প্রতীক বরাদ্দের দিনে চারটি উপজেলায় ঘোড়া প্রতীক পেলেন সৈয়দ পরিবারের চার প্রার্থী। যা এলাকায় সাব হিসেবে পরিচিত।

বুধবার (২০ ফেব্রুয়ারী) সকালে হবিগঞ্জ সদর, চুনারুঘাট, বাহুবল ও মাধবপুর উপজেলায় প্রতীক বরাদ্দ দেন দায়িত্বপ্রাপ্ত রির্টানিং অফিসারগণ।

হবিগঞ্জ সদর উপজেলায় ঘোড়া প্রতীক পেলেন বর্তমান চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক (পইলের সাব), চুনারুঘাট উপজেলায় ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান (নরপুইতের সাব), বাহুবল উপজেলায় সৈয়দ খলিলুর রহমান (খলিল সাব) ও মাধবপুর উপজেলায় বতর্মান উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান (শাহজান সাব)।

এদিকে জেলার চারটি উপজেলায় সৈয়দ পরিবারের চার প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। ভোটাররাও এ বিষয়টিকে নিয়ে এসেছেন আলোচনায় ।

হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল জানান- সদর উপজেলায় ঘোড়া প্রতীক চেয়েছেন বর্তমান চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, এই প্রতীকে অন্য কোনো প্রার্থী না থাকায় তাঁকেই বরাদ্দ দেয়া হয়েছে।

সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক বলেন- ৪র্থ উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে জয়ী হয়েছিলাম। এবারও জয়ের প্রতীক ঘোড়া চেয়ে পেয়েছি। ইনশাল্লাহ ঘোড়ার হবে জয়।