নিজস্ব প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে হবিগঞ্জে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১২ টার দিকে বিএনপির জেলা কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাণিজ্যিক এলাকায় এক পথসভার মাধ্যমে শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক এমরান।
বক্তব্য রাখেন- সিনিয়র সহসভাপতি মোঃ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন, জি কে ঝলক প্রমুখ।