32.4 C
Habiganj
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২

হবিগঞ্জে জমি নিয়ে দুপক্ষের টেটাযুদ্ধে আহত ৫০

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জের দু’পক্ষের টেটাযুদ্ধে অন্তত ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় দুই জনকে সিলেট ও ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের নোয়াখাল গ্রামের ছালেক মিয়ার সাথে একই গ্রামের নজরুল মিয়ার মধ্যে গ্রামের কিছু সরকারী জায়গা দখল নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।

এরই জের ধরে শনিবার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ‍ঘন্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুসহ অন্তত ৫০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় মনু মিয়াসহ ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে জানিয়েছে পুলিশ।

প্রিয় পাঠক

আপনার আশেপাশের যে কোন সমস্যার কথা আমাদেরকে লিখে পাঠান। এলাকার সম্ভাবনার কথা, মাদক, দুর্নীতি, অনিয়ম আর সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যসহ পাঠিয়ে দিন আমাদের ই-মেইলে।
ই-মেইলঃ habiganjnews24@hotmail.com

আমাদের সাথে থাকুন

44,536FansLike
54,367FollowersFollow
4,359FollowersFollow
5,632SubscribersSubscribe

ক্যালেন্ডার