“শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সার্বজনীন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷
সোমবার ( ২ জুন) দুপুর ১২ টায় সিভিল সার্জন কার্যালয়ে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়৷ সিভিল সার্জন ডা: রত্নদ্বীপ বিশ্বাসের সভাপতিত্বে পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নুরুল ইসলাম৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আতিকুল হক,আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: আমিনুল হক সরকার, ডেপুটি সিভিল সার্জন ডা: মোখলেছুর রহমান উজ্জ্বলসহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে জাতীয় পুষ্টি সপ্তাহের মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা: শরীফ মো: সানজিদ৷ বিগত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত দেশব্যপী জাতীয় পুষ্টি সপ্তাহের অংশ হিসেবে হবিগঞ্জেও জাতীয় পুষ্টি সপ্তাহেনানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে৷ অনুষ্ঠানে জাতীয় পুষ্টি সপ্তাহে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রেষ্ট প্রদান করা হয়৷
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নুরুল ইসলাম বলেন- খাবারে অসচেতনতার কারনে আমাদের শরীরে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি৷ ফার্স্ট ফুড ও জাঙ্ক ফুড খাওয়ার কারনে শিশুরাও নানা রোগে আক্রান্ত হচ্ছে৷ শিশুদেরকে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য সম্পর্কে আরো সচেতনতা বৃদ্ধি করতে হবে৷ এর জন্য তিনি হবিগঞ্জে বিভিন্ন স্কুলে ছাত্র-ছাত্রী ও অভিভাবক সমাবেশ করে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার আহবান জানান৷ পুষ্টি সকল বয়সী মানুষের জন্য অত্যান্ত প্রয়োজনীয়। সুতরাং সকল ধরণের খাদ্য গ্রহণের আগে আমাদেরকে পুষ্টি বিষয়টি বিবেচনায় নিতে হবে।