27.6 C
Habiganj
বুধবার, ২৫ মে ২০২২

হবিগঞ্জে টমটম ইজিবাইকের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে এক বৃদ্ধার মৃত্যু

হবিগঞ্জে টমটম ইজিবাইকের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে এক বৃদ্ধার মৃত্যু

মীর দুলাল, হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা করাতে এসে টমটম ইজিবাইকের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে জবেদা বেমন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে হবিগঞ্জ সদর থানা ও সোনালী ব্যাংক এর মাঝামাঝি স্থানে এ দূর্ঘটনাটি ঘটেছে।

জানা যায়, সুনামগঞ্জের শাল্লা উপজেলার কান্দিগাঁও গ্রামের লাবু মিয়ার স্ত্রী নিহত জবেদা বেগম।

জবেদা বেগম ও তার এক আত্মীয় শনিবার সকালে ডাক্তার দেখানোর জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আসেন।

ডাক্তার দেখিয়ে ফিরে যাওয়ার পথে টমটমের চাকায় তার শাড়ির আঁচল পেঁচিয়ে যায়।

এতে তিনি গুরুত্বর আহত হন। উপস্থিত জনতা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক। তিনি বলেন- লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রিয় পাঠক

আপনার আশেপাশের যে কোন সমস্যার কথা আমাদেরকে লিখে পাঠান। এলাকার সম্ভাবনার কথা, মাদক, দুর্নীতি, অনিয়ম আর সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যসহ পাঠিয়ে দিন আমাদের ই-মেইলে।
ই-মেইলঃ habiganjnews24@hotmail.com

আমাদের সাথে থাকুন

44,536FansLike
54,367FollowersFollow
4,359FollowersFollow
5,632SubscribersSubscribe

ক্যালেন্ডার