জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন

হবিগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। বুধবার (৩০মার্চ) জেলার সদর উপজেলার দক্ষিণ বগুলাখাল গ্ৰামে এ ঘটনা ঘটে। নিহত তোরাব আলী (৬৫) ওই গ্রামের মৃত জমির আলীর ছেলে।

খবর পেয়ে সদর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে তোরাব আলীর সাথে তার ভাতিজা নুর আলীর খরকুটো নিয়ে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ভাতিজা নুর আলী তার আপন চাচা তোরাব আলীর উপর ক্ষিপ্ত হয়ে বাঁশ দিয়ে কয়েকটি আঘাত করলে তোরাব আলী তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন।

আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. মোল্লা আবেদুর রেজা বলেন, হাসপাতালে আসার পূর্বেই তোরাব আলীর মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।