জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে প্রকাশ্যে ধুমপান ও মাস্ক ব্যবহার না করার অপরাধে জরিমানা

সৈয়দ সালিক আহমেদ।। হবিগঞ্জে সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করা এবং প্রকাশ্যে উন্মুক্ত স্থানে ধুমপান করার অপরাধে মামলা ও জরিমানা করেছে মোবাইল কোর্ট।

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশ গেইটে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহাকরী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় বেশ কিছু পথচারী এবং টমটম অটোরিকশায় আরোহনকারীকে মাস্ক ব্যবহার না করার অপরাধে মামলা ও জরিমানা করা হয়।

একই সময়ে প্রকাশ্যে উন্মুক্ত স্থানে ধুমপান করার অপরাধে ২জনকে মামলা ও জরিমানা করেছেন সহাকরী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পা।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট অটোরিকশা চালকদের উদ্দেশ্যে বলেন, যাত্রী পরিবহনের সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া কোনভাবে আদায় করা যাবেনা।

মোবাইল কোর্ট পরিচালনার সময় সদর থানার পুলিশ সদস্য সহায়তা প্রদান করেন।