১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ১২:১৬

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান- আইন পেশায় সফলতার সংক্ষিপ্ত কোন পথ নাই

বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আইনজীবীদের শুধু পরিক্ষা পাশের জন্য নয়, পড়তে হবে আইনের বিধানগুলো মনেপ্রাণে ধারণ ও চর্চা করার জন্য। তবেই আইনজীবী হিসেবে পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে। আইন পেশায় সফলতার জন্য সংক্ষিপ্ত কোন পথ নাই। একজন সফল আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। মনে রাখতে হবে সঠিক সাক্ষ্য প্রমাণ এবং আইনী বিশ্লেষনের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে উপনীত হবে আদালতকে সহায়তা করাই একজন প্রকৃত আইনজীবীর কর্তব্য। তিনি আরো বলেন বার এবং বেঞ্চ উভয়ই একে অপরের পরিপূরক, আপনারা একে অপরের প্রতিপক্ষ নয়৷ বিচারক এবং আইনজীবীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে৷  তিনি বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির হলরুমে সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর আসনের এমপি আলহাজ্ব এডভোকেট মো: আবু জাহির,সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাসানুল ইসলাম, জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা, পুলিশ সুপার মো. আক্তার হোসেন,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হারুন-অর রশিদ, সাবেক এমপি পিপি এডভোকেট মো: আব্দুল মজিদ খান । আরো বক্তব্য দেন হবিগঞ্জ এডভোকেট সমিতির সাবেক জিপি এডভোকেট আফিল উদ্দিন, সাবেক সভাপতি এডভোকেট ছালেহ উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো: বদরু মিয়া,এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু৷

20240502 141306 scaledঅনুষ্ঠানে আইন পেশায় ৫০ বছর পুর্তিতে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র ৩ সদস্য অ্যাডভোকেট মো. নুরুল আমিন, অ্যাডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বস ও অ্যাডভোকেট রঞ্জিত কুমার দত্তকে সংবর্ধনা দেয়া হয়। পরে প্রধান বিচারপতি জেলা আদালত চত্তরে ন্যায়কুঞ্জ উদ্বোধন করেন। বিকেলে প্রধান বিচারপতি হবিগঞ্জ ‘ল’ কলেজে মুট কোর্ট উদ্বোধন করেন। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. সাখাওয়াত হোসেন খানের পরিচালনায় এতে বক্তৃতা করেন সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফয়েজ আহমেদ প্রমূখ।