32.7 C
Habiganj
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনসার সদস্যের মৃত্যু

হবিগঞ্জের পুলিশ লাইনের ভিতরে ডাল কাটতে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বিল্লাল হুসেন নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে হবিগঞ্জ পুলিশ লাইনে ভেতরে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত বিল্লাল হুসেন (৪০) কুষ্টিয়া জেলার বাসিন্দা। দীর্ঘ ১০ বছর ধরে তিনি হবিগঞ্জ পুলিশ লাইনের বাগান পরিচর্যা ও টুকিটাকি কাজে নিয়োজিত ছিলেন।

হবিগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান জানান, “বিল্লাল হুসেন সকাল থেকেই পুলিশ লাইনের ভেতরে গাছের ডাল কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত সে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে গাছের উপর থেকে ছিটকে নিচে পড়ে যায়।”

“গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. পলাশ চন্দ্র দেবনাথ মৃত ঘোষণা করেন।”

প্রিয় পাঠক

আপনার আশেপাশের যে কোন সমস্যার কথা আমাদেরকে লিখে পাঠান। এলাকার সম্ভাবনার কথা, মাদক, দুর্নীতি, অনিয়ম আর সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যসহ পাঠিয়ে দিন আমাদের ই-মেইলে।
ই-মেইলঃ habiganjnews24@hotmail.com

আমাদের সাথে থাকুন

44,536FansLike
54,367FollowersFollow
4,359FollowersFollow
5,632SubscribersSubscribe

ক্যালেন্ডার