হবিগঞ্জ জেলার এসএসসি ও এইচএসসি পাশ মেধাবী ৮২৮ জন ছাত্র- ছাত্রীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেছে জেলা পরিষদ৷
সোমবার ( ২ জুন) দুপুর সাড়ে ১২ টায় জেলা পরিষদ অডিটোরিয়াম জেলার মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছেে৷
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নুরুল ইসলামের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.মো: ফরিদুর রহমান৷ বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, সিভিল সার্জন ডা: রত্নদ্বীপ বিশ্বাস,হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: হারুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক অমিত চক্রবর্ত্তী, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে ও জেলা শিক্ষা অফিসার ফরিদা নাজনিন৷
অনুষ্ঠানে জেলার প্রতিটি উপজেলা থেকে মোট ৮২৮ জন এসএসসি ও এইচএসসি পাশ মেধাবী শিক্ষার্থীদেরকে ৪ হাজার টাকা করে এককালীন শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়৷
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড.মো: ফরিদুর রহমান বলেন- মেধাবী ছাত্র-ছাত্রীরাই আগামীদিনের ভবিষ্যৎ৷ তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই মেধাবীদের মেধাকে আরো বিকশিত করতে হবে৷ অনেক বছর যাবৎ হবিগঞ্জ জেলার মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য আলোর সন্ধানে শিক্ষা ফাউন্ডেশন সার্বিক সহযোগিতা করে যাচ্ছে বলে তিনি অবহিত করেন৷ একইসাথে জেলা প্রশাসক টাকা পয়সার অভাবে যেনো হবিগঞ্জ জেলার গরিব ও অসহায় পরিবারের মেধাবীদের পড়ালেখা ব্যাহত না হয় তার জন্য জেলা প্রশাসন ও জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলেও জানান৷ তিনি ছাত্র-ছাত্রীদেরকে পড়ালেখা করে দেশ ও হবিগঞ্জের জন্য গৌরব বয়ে নিয়ে আসার আহবান জানান৷