জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে হাইওয়ে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাধীন অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে “সুশৃঙ্খল ও নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা নিশ্চিতকল্পে পরিবহন মালিক-শ্রমিক-যাত্রী এবং মহাসড়ক সংলগ্ন বাজার সংশ্লিষ্টদের সচেতনতা” শীর্ষক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের। অনুষ্ঠানটি পরিচালনা করেন অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (তদন্ত ওসি) সঞ্জিত দাস।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে সদর দপ্তরের ডিআইজি (অপারেশনস-দক্ষিণ), পিপিএম সেবা রখফার সুলতানা খানম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস এবং হবিগঞ্জ সদর দক্ষিণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল হক মুন্সি।

 

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ থানা ওসি দিলীপ কান্ত নাথ, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রাণ-এর ডিজিএম মোঃ আল আমিন কবির, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মোঃ মঈনুল হাসান রতন, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাব সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও পরিবহন খাতের সংশ্লিষ্টরা।

 

বক্তারা বলেন, শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশ ক্যাম্প স্থাপনের ফলে স্থানীয়রা আশ্বস্ত হয়েছেন এবং মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষায় গতি বেড়েছে। তারা উল্লেখ করেন, গত সেপ্টেম্বর মাসে হাইওয়ে পুলিশের ধারাবাহিক অভিযানে প্রায় ৫০ লক্ষ টাকার ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়, যা সিলেট রিজিয়ন প্রতিষ্ঠার পর এক মাসে সর্বোচ্চ চোরাচালান জব্দের রেকর্ড।

 

প্রধান অতিথি ডিআইজি রখফার সুলতানা খানম সভায় বলেন, “আইন মেনে চললে সবার যাত্রা হবে নিরাপদ। সড়ক দুর্ঘটনা ও অপরাধ কমাতে সচেতনতা ও সহযোগিতা সবচেয়ে জরুরি।”

 

সভায় পরিবহন মালিক, শ্রমিক ও ব্যবসায়ীরা হাইওয়ে পুলিশের কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।