নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার সদর ও বানিয়াচং উপজেলায় বজ্রপাতে স্কুল ছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। আজ রবিবার দুপুরে পৃথক সময়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার নাজিরপুর গ্রামের ডেঙ্গু মিয়া (৫৫)ও বানিয়াচং উপজেলার দক্ষিন সাঙ্গর গ্রামে মনফর আলীর মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী সালমা আক্তার (৮)।
এছাড়াও বজ্রপাতে ডেঙ্গু মিয়ার ৩ ছেলে আহত হয়েছেন । তারা হলেন- তোরাব আলী (৩০), করম আলী (২৮) ও কিতাব আলী (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ডেঙ্গু মিয়া ৩ ছেলেকে নিয়ে গুঙ্গিয়াজুরী হাওয়ারে ধান কাটছিল। দুপুরে কালবৈশাখী ঝঁড় শুরু হয়। এ সময় বজ্রপাতে ডেঙ্গু মিয়া ঘটনাস্থলে মারা যায়। বজ্রপাতে আহত হয় তার ৩ ছেলে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
অপরদিকে , বানিয়াচং উপজেলার দক্ষিন সাঙ্গর গ্রামে মনফর আলীর মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী সালমা আক্তার একই সময় কালবৈশাখী ঝঁড় শুরু হলে বাড়ির পাশে আম কুড়াতে যায়। এ সময় বজ্রপাতে হলে সে গুরুতর হয় আহত হয়। পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ দেবাশীষ দাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।