হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে ভূয়া পরীক্ষা দেয়ায় প্রনব চন্দ্র দেব নামে এক যুবককে আটক করা হয়েছে৷
এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ (দুইশত) টাকা জরিমানা আদায় করা হয়েছে।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পাপিয়া আক্তার জানান- আজ শুক্রবার ( ২০ জুন) হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়৷
শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে জালিয়াতির মাধ্যমে ভুয়া পরীক্ষার্থী সেজে নির্ধারিত পরীক্ষার্থীর পরিবর্তে বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের বিধান চন্দ্র দেবের পুত্র প্রনব চন্দ্র দেব পরীক্ষায় অংশগ্রহণ করায় তাকে হাতেনাতে আটক করে সাজা ও জরিমানা করা হয়৷ আটককৃতকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে৷