১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৫৩

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ পৌর এলাকার ব্যস্ততম সময়ে ট্রাক-ট্রাক্টরের বেপরোয়া চলাচল

নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ পৌর এলাকার ব্যস্ততম সময়ে ট্রাক-ট্রাক্টরের বেপরোয়া চলাচল । বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কে ব্যস্ততম সময়ে ট্রাক-ট্রাক্টরের বেপরোয়া চলাচলে জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে।

শহরের চৌধুরী বাজার থেকে রাজনগর হয়ে শায়েস্তানগর পর্যন্ত সড়কের দুই পাশে ১৩/১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী যাতায়াত করে।

কিন্তু ভোর না হতেই মাটি কিংবা বালুবাহী ট্রাক-ট্রাক্টর এমনকি মালবাহী বড় বড় কার্গো ভ্যান এই গুরুত্বপূর্ন সড়ক দিয়ে বেপরোয়া গতিতে চলাচল করে থাকে। এতে যে কোন সময়ে বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। এছাড়া রয়েছে টমটম (ইজি বাইক) এর দৌরাত্ব্য।

বিবিয়ানা গর্ভে বিলিন হয়ে গেছে সড়ক

পৌর এলাকায় বর্তমানে ৫ সহস্রাধিক টমটম চলাচল করায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। প্রায়ই এই টমটমগুলোর কারণে বিভিন্ন দুর্ঘটনাও ঘটছে।

এ ব্যাপারে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পৌর এলাকায় ১২শ টমটম চলাচলের অনুমতি দেয়া হয়েছে। কিন্তু তা লঙ্ঘন করে কয়েকগুন বেশি টমটম চলাচল করায় যানজট ও দুর্ঘটনা ঘটছে।

তিনি বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ে ট্রাক-ট্রাক্টরের চলাচলের ব্যাপারে বিধি নিষেধ রয়েছে। কিন্তু চালকরা তা না মানায় বিষয়টি পুনরায় আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করা হবে।