২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১০:০৩

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের সাবেক উপপরিচালক মাহবুবুল আলম আর নেই

FB IMG 1714749050363মহিলা বিষয়ক অধিদপ্তরের হবিগঞ্জের সাবেক উপপরিচালক মো: মাহবুবুল আলম আর নেই৷ তিনি শুক্রবার বিকেলে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন৷ তিনি দীর্ঘদিনধরে লিভার জটিলতায় ভুগছিলেন৷

মাহবুবুল আলম মহিলা বিষয়ক অধিদপ্তর হবিগঞ্জে দীর্ঘদিন উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন৷ কয়েকবছর পূর্বে তিনি হবিগঞ্জ থেকে নারায়নগঞ্জে বদলি হন৷ সূত্রে জানা যায়, মাহবুবুল আলমের বাড়ি নারায়নগঞ্জে৷ তিনি বিয়ে করেননি৷ দীর্ঘদিন ধরে তিনি লিভার জটিলতায় ভুগছিলেন৷ কয়েকদিন পূর্বে তার অবস্থা খারাপ হলে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তাকে ভর্তি করা হয়৷ পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে থাকা অবস্থায় শুক্রবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন৷
এদিকে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাহবুবুল আলমের মৃত্যুর খবর ফেসবুকে ছড়িয়ে পড়ার সাথে সাথে হবিগঞ্জে
তার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে৷