হবিগঞ্জ সদর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ও পণ্যের সঠিক মান না থাকার কারণে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
আজ সোমবার ৫ অক্টোবর হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকায় মোবাইল এ কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বর্ণালী পাল মোবাইল কোর্ট পরিচালনা করার সময় পণ্যের সঠিক মান না থাকার কারণে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বর্ণালী পাল বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।