আমি আলী আজগর (২৬), পিতা: বরদন মিয়া, মাতা রফ চাঁন বিবি, জাতীয় পরিচয় পত্র নং: ২৮৫৫০৯৮৩১১ ঠিকানা (স্থায়ী) -৫০৬, ইউনিয়ন/ওয়ার্ড লামাতাসি, থানা বাহুবল, জেলা হবিগঞ্জ ও ঠিকানা (বর্তমান), ৫০৬, লামাতাসি, থানা-বাহুবন, জেলা-হবিগঞ্জ, মোবাইল নং ০১৭৪৯২৯৭৭৮৩।
এই মর্মে জানাচ্ছি যে, গত রোজ বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকার সময় হবিগঞ্জ সদর থানাধীন ওয়ার্ড নং-০৯ ইউনিয়ন/ওয়ার্ড এর শায়েস্তানগর (বাজার) এলাকা থেকে আমার ডকুমেন্ট হারিয়ে গিয়েছে, উক্ত রেজিস্ট্রেশন নং — ১৯৩০২৫১৯৭।
কার্ডটি সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায় নাই। অদ্য ৩১ মে ২০২৩ খ্রি তারিখে হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডাইরী দায়ের করি। উক্ত ডাইরী নং-২১৬২।