লাখাই (হবিগঞ্জ): হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজন গ্রামের জালাল মিয়া (৩৫) নামে ১২ ডাকাতি মামলা ও ২ টি সংঘর্ষের মামলার আসামী কে গ্রেফতার করেছে পুলিশ।
সে ওই গ্রামের মৃত আবু মিয়ার পুত্র।
রোববার ভোররাত সাড়ে ৩ টার দিকে জেলার মাধবপুর উপজেলার ছাতিইয়ান এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, ডাকাত জালালের বিরুদ্ধে লাখাই থানায় ১১টি ও হবিগঞ্জ সদর থানায় ১টি ডাকাতি মামলা সহ আরো ২টি সংঘর্ষের মামলা রয়েছে।