জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে৷ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার ( ৫ আগষ্ট) বিকেলে আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির উদ্দোগে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়৷
বিজয় র্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ-বানিয়াচং বাসীর মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহীর কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব।
মিছিলটি আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গন থেকে বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে থানা পয়েন্টে গিয়ে সমাবেশ করে৷ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আন্তজার্তিক সম্পাদক আহমেদ আলী মুকিব আব্দুলাহ৷ উপজেলা বিএনপির আহবায়ক মোহন মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক শামছুল আলমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ পৌর বিএনপির সভাপতি নেকদার আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাজ্জাদ সওদাগর, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাজিদুর রহমান সাজু, আজিজুর রহমান,রমাকান্ত সরকার,শরিফ চৌধুরী, হাফিজুর রহমান তালুকদার, সাইফুল ইসলাম বেনু,উজ্জল আহমেদ, সলিমুল্লাহ মিয়া, কদর আলী, আল মামুন সওদাগর, মহিবুর রহমান চৌধুরী, শামিম আহমেদ, আব্দুর রব মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক চৌধুরী, সদস্য সচিব সজল চৌধুরী, আজমিরীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব আতিকুর রহমান আতিক,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুজাম্মেল হোসেন, সদস্য সচিব মোশাররফ আল মামুন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জিবলু আহমেদ, সদস্য সচিব পিয়ার আহমেদ, আজমিরীগঞ্জ কলেজ ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম, আজমিরীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাহী সম্রাট, আজমিরীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক সিদ্দিকুর রহমান অভি,সদস্য সচিব দিপু হাসান প্রমূখ৷ বিজয় মিছিল ও সমাবেশে আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী অংশগ্রহণ করেন৷
সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আলী মুকিব বলেন- জুলাই চেতনাকে ধারন করে ২০২৪ সালের গনঅভ্যুথানে বাংলাদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলো৷ আর এই বিজয়ের চেতনাকে ধারন করেই সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিতে হবে৷
আর জাতীয় ঐক্যকে ধরে রাখতেই আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় নির্বাচনের বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে। কিন্তু একটি মহল এই ঐকমত্যের বিপরীতে দাঁড়িয়ে নির্বাচন তথা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বানচালের অপচেষ্টা করছে।