হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ঐতিহাসিক মুড়ার বন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে আগামী ১৪ জানুয়ারি বুধবার থেকে ৩ দিন ব্যাপী ৭০৫ তম পবিত্র বাৎসরিক ওরস মোবারক শুরু । পবিত্র বাৎসরিক ওরস শেষ হবে ১৬ জানুয়ারি (শুক্রবার)।
ঐতিহাসিক মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি বলেন, সিলেট পণ্য ভূমিতে শায়িত হযরত শাহজালাল (রহঃ) এর ৩৬০ আউলিয়ার মধ্যে বহুল আলোচিত ব্যক্তিত্ত্ব প্রধান সেনাপতি তরফ রাজ্য বিজয়ী ( মদনী) হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ) মদিনা শরীফে জন্ম গ্রহন করেন ১২৫০ খ্রীষ্টব্দে। তিনি বাগদাদ থেকে দিল্লিতে এসে সুলতান আলা উদ্দিন খিলজির অধীনে ফৌজি বিভাগে যোগদান করেন। তার কামালিয়াতে পরিচয় পেয়ে শাহী সৈন্য বাহিনীর নেতৃত্বে সিলেট অঞ্চলে বিজয়ের উদ্দেশ্যে রওনা দেন। পথি মধ্যে সিলেট অঞ্চলে হযরত শাহজালাল ইয়েমনী (রহঃ) সঙ্গে মোলাকাত হয় হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ) । এসময় মুসলমানদের উপর রাজা গৌর গোবিন্দ অত্যাচারের সংবাদ পেয়ে শাহী সৈন্যদের সঙ্গে যোগদান করতে সম্মতি প্রকাশ করেন তিনি।
৭০৩ হিজরি ১৩০৩ খ্রীষ্টাব্দে সিলেট অঞ্চলকে বিজয়ের পর এ তরফ রাজ্য বিজয় করেন । ১৩০৪ খ্রীষ্টাব্দে মুড়ারবন্দ নামক স্থানে তরফ রাজ্যের শাসনকর্তা হিসেবে নিযুক্ত হয়ে বসতি স্থাপন করেন। তিনি মৃত্যুর পূর্বে বলে ছিলেন , তার দেহ মোবারক পূর্ব – পশ্চিমে দাফন করার জন্য নির্দেশ দেন কিন্তু তাঁর সঙ্গী সাথিরা এ আদেশ গুলো কেহই মানলেন না। শরিয়তের বিধান মতে তার দেহ উত্তর – দক্ষিণ দাফন করেন আশেকান ভক্ত বৃন্দরা । তার দেহ দাফন করার ৪০ কদম দূরে যাওয়ার পর বিকট শব্দ অলৌকিক ভাবে মাজার শরীফ পূর্ব – পশ্চিম ঘুরে যায়। তিনি মাজার শরীফ এখনো পূর্ব – পশ্চিমে রয়েছে।
আগামী ১৪ জানুয়ারি থেকে ৩ দিন ব্যাপী বার্ষিক পবিত্র ওরশ সামনে রেখে এখন থেকে বিভিন্ন পণ্য দোকান পাঠ ও কাফেলা বসার জন্য স্থান নির্ধারণ করে নিচ্ছে । প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র বাৎসরিক ওরশ সফল করার লক্ষ্য দেশের বিভিন্ন স্থান হতে জাতি , ধর্ম নির্বিশেষে চুনারুঘাট উপজেলার ঐতিহাসিক মুড়ার বন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে পূর্ব – পশ্চিমে শায়িত হযরত সৈয়দ শাহ নাসির সিপাহসালার (রহঃ) এর পবিত্র বার্ষিক ওরসে যোগ দেবেন। উক্ত তিনদিন ব্যাপী বার্ষিক পবিত্র ওরশে অংশ গ্রহনের জন্য সারা দেশের ঐতিহাসিক মুড়ারবন্দ দরবার শরীফের আশেকান ভক্ত বৃন্দকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি।


