জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

আজমিরীগঞ্জে মতবিনিময় সভায় আহমেদ আলী মুকিব: হিন্দু-মুসলমানরা ভাই ভাই; আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আসন্ন দূর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আজমিরীগঞ্জ উপজেলা ও পৌর সভার সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির আন্তজার্তিক সম্পাদক, বানিয়াচং -আজমিরীগঞ্জের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আহমেদ আলী মুকিব আব্দুলাহ৷

মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর দুপুরে আজমিরীগঞ্জ শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর আখড়ায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পূজা উদযাপন ফ্রন্ট আজমিরীগঞ্জ উপজেলা শাখার সভাপতি অভিরাম দাশ৷ আজমিরীগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক স্বপন বনিকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক এডভোকেট মিঠু চন্দ্র গুপ্ত, সদস্য সচিব অতিন দত্ত চৌধুরী পাপন, হবিগঞ্জ পৌর শাখার আহবায়ক বিশ্বজিৎ পুরকায়স্থ, হবিগঞ্জ জেলা বৌদ্ধ বিহার এর সভাপতি সাধন চন্দ্র বড়ুয়া৷ এতে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোহন মিয়া তালুকদার,সিনিয়র যুগ্ম আহবায়ক শামছুল আলম, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাজ্জাদ সওদাগর, আজমিরীগঞ্জ বাজার সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক মিটু বনিক, ডা: পৃথিশ বনিকসহ আজমিরীগঞ্জের বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা৷

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আন্তজার্তিক সম্পাদক আহমেদ আলী মুকিব আব্দুলাহ বলেন- বিগত ১৭ বছর প্রবাসে থেকে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে আন্দোলন সংগ্রাম করেছি৷ হাসিনার ভীত কাঁপানোর জন্য আমার নেতৃত্বে পুরো মধ্যপ্রাচ্যে রেমিট্যান্স বন্ধ করার জন্য জনমত তৈরি করেছি৷ আমি বিগত বছরগুলোতে দেশে আসলে আমাকে ইলিয়াস আলীর মতো গুম করে ফেলতো৷

তিনি বলেন- আমি আপনাদেরই সন্তান৷ হিন্দু মুসলমান বলতে কিছু নেই৷ সংখ্যালগু বলতেও কিছু নেই৷ আমরা সবাই বাংলাদেশী৷ আমাদের আজমিরীগঞ্জের জগৎ জ্যোতি দাসের নেতৃত্বে ৭১ সালে আমাদের এলাকায় যুদ্ধ হয়েছে৷ তিনি বাংলাদেশের গর্ব৷ তিনি আমাদের আজমিরীগঞ্জের অহংকার৷

আহমেদ আলী মুকিব বলেন- আপনাদেরকে আমার দেয়ার মতো কিছু নেই৷ আমি এমপি হতে আসিনাই৷ আগে বিএনপিকে ক্ষমতার আনতে হবে৷ দল ক্ষমতায় আসলে এমপি না হলেও আমি এলাকার উন্নয়ন করবো৷

আমি এলাকার সন্তান৷ আমাকে বিএনপি আমার কাজের ফলস্বরূপ দলের আন্তর্জাতিক সম্পাদক করেছে৷ এটুকুর শুকরিয়া আদায় করি৷ আমি ১৯৭৯ সাল থেকে বিএনপি করি৷

তিনি এসময় আরো বলেন- আজমিরীগঞ্জ থেকে দেশ স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত কেউ এমপি হতে পারেনি৷ এবার আপনাদের সুযোগ হয়েছে এমপি বানাবার৷ আমি যদি জনগনের ভোটে এমপি হতে পারি তাহলে জাতীয় সংসদে আজমিরীগঞ্জ, শিবপাশা, জলসুখা,কাকাইলছেও, বদলপুর,পাহাড়পুর, পিরিজপুরের কথা সংসদে বলতে পারবো৷ আমরা আজমিরীগঞ্জ বাসী ৪৬ বছর পর সুযোগ পেয়েছি৷ এলাকার লোককে এমপি বানানোর ।

তিনি আরো বলেন- আমার শ্লোগান হচ্ছে ধানের শীষ যার আমরা তার৷ দল ক্ষমতায় আসলে আমি এমপি না হলেও এলাকার উন্নয়ন করবো ইনশাআল্লাহ৷

উপরওয়ালা চাইলে আমি এমপি হবো৷ উপরওয়ালা না চাইলে আপনারা চাইলেও আমি এমপি হতে পারবোনা৷

মানুষের উপকার করবেন৷ ভালো কাজ করবেন৷ সবাই যদি একটি করে ভালো কাজ করেন তাহলে সমাজে অন্যায় ও অবিচার থাকবেনা৷

তিনি সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্যে বলেন- আমরা হিন্দু মুসলমানরা ভাই ভাই৷ আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই৷ আসন্ন শারদীয় দুর্গোৎসবে নির্বিঘ্নে পূজার কর্মকাণ্ড করবেন৷ তবে ষড়যন্ত্র কিন্তু দেশে এখনো আছে৷ সতর্ক থাকবেন৷ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে৷ যুব সমাজকে মাদকের মতো মরণ নেষা থেকে দুরে থাকতে হবে৷ তিনি বলেন- আসন্ন শারদীয় দুর্গোৎসবে আমার দলের কোনো লোক যদি অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে দল ব্যবস্হা নিবে৷ ব্যক্তি কারোর দায় দল নিবেনা৷