জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

আজমিরীগঞ্জে ৩৮৩০ কেজি চাল উদ্ধার

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশার চৌধুরী বাজারে সরকারী খাদ্য বান্ধব কর্মসুচীর ৩ হাজার ৮ শত ৩০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এঘটনায় জড়িত থাকার অপরাধে রুকু মিয়া নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন গোপন সংবাদের ভিত্তিতে শিবপাশার চৌধুরী বাজারে অভিযান পরিচালনা করে রুকু মিয়ার গুদাম ঘর থেকে এ চাল উদ্ধার করেন। দন্ডপ্রাপ্ত রুকু মিয়া শিবপাশা যশকেশরী গ্রামের মৃত আব্দুল হাসিম মিয়ার পুত্র ৷

অভিযান পরিচালনাকালে শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলমসহ পুলিশের একটি দল অভিযানে সহযোগীতা করেন ৷

উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন বলেন, “প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে।”