জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

আজমিরীগঞ্জ প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আজমিরিগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে প্রাণিসম্পদ প্রদর্শনী -২০২১ ইং ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প( এলডিডিপি), প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে ৫ ই জুন সকালে স্থানীয় আজমিরীগঞ্জ গরুর বাজার মাঠে প্রাণীসম্পদ প্রদর্শনী -২০২১ ইং উদ্বোধন এবং পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান খান এর সভাপতিত্বে ও প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবিদ হাসান ও মানসারুল ইসলাম ও কৃষিবিদ মোঃ মুস্তাফিজুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি এডভোকেট আব্দুল মজিদ খান (এমপি) বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান প্রমূখ।

অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানসারুল ইসলাম । এসময় বিভিন্ন খামারি তাদের অনুভূতি ব্যক্ত করেন।

এই প্রদর্শনীর স্টল গুলোতে ভিন্ন ভাবে ছাগল, হাঁস, লেয়ার মোরগ,গরু,মহিষ,ঘোড়া,ডাউক,কুড়া, কবুতুর সহ ঔষধ কোম্পানি ও প্রাণীদের খাদ্য সামগ্রী প্রদর্শন করেন খামারী ও ব্যবসায়ীরা।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এই প্রদর্শনী বিকাল ৩ ঘটিকার সময় সম্পন্ন হয়।

পরিশেষে প্রদর্শনীর স্টলের মালিকদের হাতে প্রশংসনীয় সনদ পত্র দেওয়া হয়।