জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

ক্যান্সার আক্রান্ত জোসেফকে বানিয়াচং ছাত্রদ‌লের আর্থিক অনুদান প্রদান

দি‌লোয়ার হোসাইন: হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাদিরুজ্জামান খান জোসেফকে বানিয়াচং উপজেলা ছাত্রদ‌লের উদ্যো‌গে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ ন‌ভেম্বর)হবিগঞ্জস্থ জেলা ছাত্রদ‌লের সাধারণ সম্পাদক রু‌বেল চৌধুরীর বাসায় জেলা ছাত্রদল সভাপ‌তি এমদাদুল হক ইমরান ও সাধারণ সম্পাদত রু‌বেল চৌধ‌ুরীর হা‌তে এই অনুদানের টাকা পৌছে দেন উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোবা‌শ্বির আহমেদ মজনু ও সদস্য স‌চিব শরীফ উ‌দ্দিন ঠাকুর।

উল্লেখ্য যে, বেশ কিছুদিন যাবত জোসেফ মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশিষ্ট চিকিৎসকগন। তার চিকিৎসার জন্য ই‌তিম‌ধ্যে অ‌নেক প্রবাসী ও হাত বা‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছেন।