জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই করতে হবে — অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর সদস্য ও হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান বলেছেন, “আবু সাঈদ মুগ্ধ, যুদ্ধ শেষ হয়নি। যুদ্ধ চলছেই — চাঁদাবাজ, খুনি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়তে হবে।”

 

তিনি এ কথা বলেন ১৬ জুলাই (বুধবার) হবিগঞ্জে গণঅধিকার পরিষদ আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে।

 

সারাদেশের ন্যায় হবিগঞ্জেও গণহত্যার বিচারের দাবিতে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়।

জেলা গণঅধিকার পরিষদের সকল ইউনিট অংশ নেয় বর্ণাঢ্য এই কর্মসূচিতে। মিছিলটি শুরু হয় হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ থেকে এবং শেষ হয় জালাল স্টেডিয়ামে।

 

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগানে মুখরিত করে রাখেন হবিগঞ্জের রাজপথ।