জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলায় ২৯ লক্ষ টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মাণাধীন নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১০ টায় বানিয়াচঙ্গ উপজেলা ভূমি অফিস সংলগ্ন মাঠে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হবিগঞ্জ ২আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান।

সংক্ষিপ্ত আলোচনায় সংসদ সদস্য আব্দুল মজিদ খান বলেন, সরকার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করে যাচ্ছে। সরকারী বেসরকারী সকল পর্যায়ের মানুষ শেখ হাসিনার উন্নয়ন সুবিধা পাচ্ছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, সহকারী কমিশনার ভূমি ইফফত আরা জামান উর্মি প্রমূখ