বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে৷
আজ মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আন্তজার্তিক সম্পাদক আহমেদ আলী মুকিব৷
জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট ফাতেমা ইয়াসমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানার পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা: আহমুদুর রহমান আবদাল, এডভোকেট কামাল উদ্দিন সেলিম, আব্বাস উদ্দিন, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ এনামুল হক, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা কৃষকদলের সদস্য সচিব হাসবি সাঈদ চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল চৌধুরী প্রমূখ৷
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আন্তজার্তিক সম্পাদক আহমেদ আলী মুকিব বলেন- গনতন্ত্রকে বিকশিত করতে মহিলা দলের দায়িত্ব অনেক৷ বিগত ১৭ টি বছর গনতন্ত্রকে হত্যা করা হয়েছিলো৷ আগামি জাতীয় নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে মহিলা দলের নেতাকর্মীদেরকে ঘরে ঘরে কাজ করতে হবে৷ মহিলা দলের নেতৃদেরকে যোগ্য হয়ে দেশ গড়ার কাজে নামতে হবে৷
র্যালি শেষে জেলা মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়৷ র্যালিটি সারা শহর প্রদক্ষিণ করে আশরাফ জাহান কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়৷