জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার

সিলেটের জৈন্তাপুর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অভিযানে জাফলং থেকে লুট হওয়া প্রায় ৭,০০০ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৯ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ সাদা পাথর উত্তোলন করা হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং দায়ীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে (১৫ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাব-৯, সিপিএসসি সিলেট, জেলা প্রশাসনের সহায়তায় ও সাদা পোশাকের সদস্যদের অংশগ্রহণে জৈন্তাপুর থানার আসামপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জাফলং থেকে লুট হওয়া প্রায় ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, উদ্ধারকৃত এসব পাথর ট্রাকে করে নিয়ে গিয়ে জাফলং নদীতে ফেলার প্রক্রিয়া চলছে।