জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে রাষ্ট্রঘোষিত ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, “বাংলাদেশের মানুষ একটি বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লব ঘটিয়েছিল। সেই বিপ্লবে শহীদ হয়েছেন প্রায় দুই হাজার নিরীহ ছাত্র-জনতা, আহত হয়েছেন অর্ধলক্ষাধিক। কিন্তু আজও সর্বক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। শহীদদের আত্মত্যাগ অর্থবহ করতে হলে এখনই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
দোয়া মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সালেহ আহমদ খছরু, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপপরিচালক মো. আব্দুল হক এবং সহকারী পরিচালক দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দৈনিক বিজয়ের কণ্ঠের সিনিয়র রিপোর্টার এম এ ওয়াহিদ চৌধুরী।
আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধ্যক্ষ তাওহিদুল ইসলাম, বার্তা২৪-এর সিলেট প্রতিনিধি ও জুলাই বিপ্লবে আহত মোশাহিদ আলী, বৈশাখী নিউজের ফাহিম আহমদ, জনতার ডাক সম্পাদক জসিম উদ্দিন, সিলেট নিউজ ওয়ার্ল্ডের বার্তা সম্পাদক আলমগীর আলম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ডিএইচ মান্না, বাংলা টিভি প্রতিনিধি ফারুক মিয়া ফারুক, শুভ প্রতিদিনের ফটো সাংবাদিক রুবেল মিয়া, মুক্তি নিউজ প্রতিনিধি আমীর আলী, আজকের সিলেটের ফটো সাংবাদিক সোহেল মিয়া এবং টাইম বাংলা নিউজের ফটো সাংবাদিক নাহিদ আহমদ।
দোয়া মাহফিলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ আবু সাঈদ, ওয়াসিম আহমেদ, মীর মুগ্ধ, সাংবাদিক এটিএম তুরাব এবং সিলেটে নিহত ১৪ শহীদসহ সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ সরকারি কলেজ ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা এহসান উদ্দিন।