জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জের শাখাবরাক নদীর পানি প্রবাহ বন্ধ করে কালভার্ট নির্মাণ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর নামকস্থানে শাখাবরাক নদীতে পানি চলাচলের পথ বন্ধ করে কালভার্ট নির্মাণ করা হচ্ছে। ফলে বর্ষা মৌসুমে ব্যাহত হবে নৌকা চলাচল। এনিয়ে এলাকার লোকজনের মধ্যে পক্ষে বিপক্ষে চাপা ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ সরকার দেশের নদ নদী দখলমুক্ত করে খননের উদ্যোগ নিলেও শাখাবরাক নদী দখল করে প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে কালভার্ট নির্মাণ করা হচ্ছে। এতে করে হুমকির মুখে পড়বে নদীটি। তবে কে বা কারা নদী ভরাট করে কালভার্ট নির্মাণ করছেন তা জানা যায়নি।

নাদামপুর গ্রামের সুন্দর আলী বলেন, “রাজনৈতিক একটি অপশক্তি নদী উপর ব্রীজ নির্মান না করে কালভার্ট নির্মাণ করছেন। এই কালভার্ট নির্মাণ হলে বর্ষামৌসুমে জমি থেকে বোরো ধান নৌকাযোগে বাড়ীতে নিয়ে আসা সম্ভব হবে না। কারন এই কালভার্টের ভেতর দিয়ে ছোট ডিঙি নৌকা চলাচলে অসুবিধা হবে।”

সেলিম নামে আরেক ব্যক্তি বলেন, “নদী ভরাট করে পানি চলাচলের পথ বন্ধ করে এখানে কালভার্ট নির্মাণ করার মানে হয় না। এভাবে আমাদের নদী বিলীন হতে দেওয়া যায় না। এই নদী দিয়ে এক সময় চলতো স্টীমার, জাহাজসহ বিশাল আকারের নৌকা। নদীর পাড়ের অধিকাংশ জায়গা চলে গেছে ভূমিখেকুদের দখলে”

স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান আবু সিদ্দিক জানান, “কে বা কারা শাখাবরাক নদীতে কালভাট নির্মান করাচ্ছে তা জানিনা। এটা আমার পরিষদের কাজ নয়, তবে অপরিকল্পিত কালর্ভাট নির্মান কাজ বন্ধ রাখার দাবি জানাচ্ছি।