জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালন

“মুজিববর্ষে পুলিশনীতি, জনসেবা আর সম্প্রীতি” এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পালিত হয়েছে “কমিউনিটি পুলিশিং ডে। ।

আজ শনিবার (৩০ অক্টোবর) সকালে নবীগঞ্জ থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে থানা প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিগ হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ডালিম আহমেদের সভাপতিত্বে ও এস.আই সমীরণ চন্দ্র দাশের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, বাউসা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি(তদন্ত) আমিনুল ইসলাম, ওসি (অপারেশন) আব্দুল কাইয়ূম, থানা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবজল হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, পৌর কাউন্সিলর লুৎফুর রহমান মাখন, ফজল আহমেদ চৌধুরী, নবীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, শিক্ষক রুবেল মিয়া প্রমুখ।

এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, সরওয়ার শিকদার, সাবেক সহ-সভাপতি আশাহিদ আলী আশা, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, সাংবাদিক মোঃ হাসান চৌধুরী, সাগর মিয়া, তুহিন আলম রেজুয়ান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, নবীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর রোকেয়া বেগম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রাজু প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সদস্য, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, এক সময় মানুষের ধারনা ছিল থানা পুলিশের কাছে আসা সম্ভব নয়, আজ সেই ধারণা পাল্টে গেছে। বর্তমানসরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি পুলিশিং এর স্বীকৃতি দিয়ে সাধারন মানুষের সাথে পুলিশের দুরত্ব কমিয়ে দিয়ে বন্ধুত্ব বাড়িয়ে দিয়েছেন। পুলিশের সাথে জনগনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।