জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জে কৃষি জমি থেকে সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কৃষি জমি থেকে জিতু মিয়া (৪২) নামের এক সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

রোববার (১৪ ডিসেম্বর) সকালে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন একটি কৃষি জমিতে জিতু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে গোপলার বাজার ফাড়ি  পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

 

নিহত জিতু মিয়া গজনাইপুর ইউনিয়নের সাতাইয়াল গ্রামের মৃত মৌরশ মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি বাজারে দীর্ঘদিন ধরে সবজি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

 

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যান। বিকেলের দিকে কিছু ব্যক্তিগত কাজের কথা বলে দোকান থেকে বের হন। এরপর সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরদিন সকালে কৃষি জমিতে তার মরদেহ পাওয়া যায়।

 

নিহতের পরিবার আরও জানায়, জিতু মিয়া কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে তারা নিশ্চিত নন।

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, “গজনাইপুর ইউনিয়নের একটি কৃষি জমি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”