জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জে তীব্র শীতপ্রবাহ, শীতের কাপড় কিনতে দোকানগুলোতে উপচে পড়া ভিড়

হবিগঞ্জের নবীগঞ্জে চলমান তীব্র শীতপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় সকাল-সন্ধ্যা ও রাতে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে।

 

নবীগঞ্জ শহর থেকে প্রত্যান্ত অঞ্চলে পাহাড়ী এলাকায় ব্যাপক শীত।

 

কয়েকদিন ধরে তাপমাত্রা কমে যাওয়ায় শিশু, বয়স্ক ও অসুস্থরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

 

শীতের তীব্রতা বাড়ায় শীতের কাপড়ের চাহিদা বেড়েছে কয়েকগুণ। নবীগঞ্জ পৌর শহরের বিভিন্ন মার্কেট ও কাপড়ের দোকানে শীতের পোশাক কিনতে সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

 

বিশেষ করে সোয়েটার, জ্যাকেট, শাল, কম্বল ও শিশুদের শীতবস্ত্রের দোকানগুলোতে ক্রেতাদের চাপ বেশি।

 

দোকানিরা জানান, কয়েকদিনের ব্যবধানে বিক্রি হঠাৎ বেড়ে গেছে। অনেক দোকানে নতুন করে মালামাল তুলতে হচ্ছে। তবে বাড়তি চাহিদার কারণে কিছু কিছু শীতবস্ত্রের দাম সামান্য বেড়েছে বলেও অভিযোগ করেছেন ক্রেতারা।

 

এদিকে শীতপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাই শীতজনিত রোগ থেকে রক্ষা পেতে সবাইকে গরম কাপড় ব্যবহারের পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

 

ছিন্নমূল মানুষের শীতের ভোগান্তিও বেশী।অনেকেই সার্মথবান ব্যক্তিদের সাহায্য পেতে আশায় অপেক্ষায় রয়েছেন।