হবিগঞ্জে মসজিদের ভেতরে মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক রোসেল মিয়া (১৯)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজ শেষে নবীগঞ্জ উপজেলার হাসানখালি এলাকায় মসজিদের সামনে নিহত জাবেদ মিয়ার ভাই রোসেল মিয়া প্রতিশোধের উদ্দেশ্যে ইমরুল মিয়া নামের এক যুবককে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ইমরুলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ প্রেক্ষিতে র্যাব-৯ দ্রুত তদন্ত শুরু করে এবং শনিবার (৮ নভেম্বর) সকালে মাধবপুর উপজেলার বাঘাসুরা বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে ঘাতক রোসেল মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রোসেল মিয়া নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে।
তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত থাকবে।


