নবীগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী লেবার পার্টির নেতা ও স্টিভেনেজ সিটি কাউন্সিলর ফরহাদুল ইসলাম চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার (গতকাল) বাদ মাগরিব নবীগঞ্জ প্রেস ক্লাব ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এ টি এম সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছনি আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন— প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস আর চৌধুরী সেলিম, আনোয়ার হোসেন মিটু, উত্তম কুমার পাল হিমেল ও সারোয়ার শিকদার।
এছাড়াও বক্তব্য দেন সহ-সভাপতি মুরাদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া ও মো. সেলিম তালুকদার, অর্থ সম্পাদক সুলতান আহমদ, তিনবারের সাবেক যুগ্ম সম্পাদক তৌহিদ চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সম্পাদক শামিম আহমদ চৌধুরী, সাবেক অর্থ সম্পাদক আকিকুর রহমান সেলিম, প্রেস ক্লাবের সদস্য অঞ্জন রায়, শাহরিয়ার আহমেদ শাওন, ইকবাল হোসেন চৌধুরী, সাগর আহমদ, জুয়েল মিয়া, হাসান আহমদ, আলাল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ফরহাদুল ইসলাম চৌধুরী প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি সাংবাদিকবান্ধব একজন মানুষ এবং ভবিষ্যতেও সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


