১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১২:০৮

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নরসিংদীর মনোহরদীতে ৪ বছরের শিশু অগ্নিদগ্ধ

আমিনুল ইসলাম,নরসিংদীঃ মনোহরদীতে ঝুমঝুমি আক্তার  ৪ বছরের  শিশু অগ্নিদগ্ধ হয়ে। সে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কৃষ্ণুপুর গ্রামের মিলন মিয়ার মেয়ে।

জানা জায়,গত ৯/০৩/১৮ ইং তারিখে লাকরির চুলা থেকে অগ্নিদগ্ধের ঘটনা ঘটে। ঝুমঝুমির মা নাছিমা আক্তার  বলেন,রান্না শেষ হবার পরে চুলা ঢাকা ছিল না। আর মেয়েটি আগুনের লাভা দেখতে না পেয়ে,আগুন নেই ভেবে চুলার পাশেই বসে খেলতেছিল। অসাবধানতার কারনে তার জামায় আগুন লেগে যায়।মূলত সেখান থেকে সে অগ্নদগ্ধ হয়।

আগুনে তার শরীরের প্রায় অর্ধেক অংশ পুরে যায়। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়,অবস্থা আশংকাজনক দেখে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা রেফার করা হয়। বর্তমানে সে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ১০৫ নাম্বার ওয়াডের ৮  নাম্বার বেডে ভর্তি আছে।

মেয়েটির চিকিৎসা জন্য আনুমানিক ৫০/৬০ হাজার টাকা লাগতে পারে।তার পরিবারের আর্থিক অবস্থা ভাল না। পরিবারের একমাত্র উপার্জন উৎস তার বাবা। তিনিও আবার প্রতিবন্ধী। তাই তার বাবার পক্ষে চিকিৎসা করানো সম্পূর্ণ  অসম্ভব।
মেয়ের চিকিৎসার জন্য সামর্থবানদের আর্থিক সহযোগিতার করতে তার বাবা-মা আকুল
আবেদন জানিয়েছে।

মোহাঃ সাদ্দাম – 01732-547740 (বিকাশ পার্সোনাল)।

যোগাযোগঃ 01795851607 (রোগির মা)।