১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৪৯

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

পইলে রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ সদর উপজেলার পইল নতুন বাজার থেকে করাঙ্গী নদীর বাঁধ পর্যন্ত ১ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।

শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে এই মেরামত কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মোনাজাতে অংশ তিনি। মেরামত কাজ শেষে হলে কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

ভিত্তি প্রস্তর স্থাপন শেষে পইল নতুন বাজারে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি আবু জাহির। বিগত দশ বছরে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে। এই উন্নয়ন কাজে সকল শ্রেণি-পেশার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এছাড়াও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের বৃহত্তর স্বার্থে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান তিনি।

স্থানীয়রা জানান, এই রাস্তাটি খারাপ থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছিলেন পইল ইউনিয়নের কয়েক হাজার মানুষ। এছাড়াও ফসল গড়ে উঠানোর সময় যোগাযোগ ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়তেন স্থানীয় কৃষকরা। অবশেষে ৭২ লাখ টাকা ব্যয়ে এই রাস্তাটির উন্নয়ন কাজ সম্পন্ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। আগামী জুন মাসের মধ্যেই এর নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে দীর্ঘ দুর্ভোগের অবসান ঘটবে বলে জানিয়েছেন সদর উপজেলা সহকারী প্রকৌশলী।

এ সময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব আলী, সাধারণ সম্পাদক সাহেব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা এনামুল হক, বিপ্লব, ঠিকাদার তাজুল ইসলাম, আলাউদ্দিন আলম, খুরশেদ আলী, নুরুল হুদা, আপন আলী, বিরাম উদ্দিন মেম্বার, দুদু মেম্বার, বিশিষ্ট মুরুব্বী উমর আলী, যুবলীগ নেতা নানু মল্লিক, আবু মিয়া, শাহাবুদ্দিন, ছাত্রলীগ নেতা সোহাগ মিয়া, আল আমীনসহ নানা শ্রেণি পেশার লোকজন।