জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

প্রতিমন্ত্রী মাহবুব আলীর সাথে আ’লীগের মতবিনিময়

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি’র সাথে চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাত ৮টায় উপজেলা বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মস্তুফা শহীদ অডিটরিয়ামে আলোচনা উপজেলা আওয়ামীলীগে সভাপতি এম আকবর হোসেন জিতু ও সাধারণ সম্পাদক আবু তাহেরসহ নেতৃবৃন্দরা প্রতিমন্ত্রী মাহবুব আলীকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী এমপি। বিশেষ অতিথি ছিলের উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল, থানার অসিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ লতিফ, সাংগঠনিক সম্পাদক রজব আলী, সজল দাস, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা সাংবাদিক ফারুক মাহমুদ, উপজেলা কৃষকলীগের সেক্রেটারী মুজিবুর রহমান, উপজেলা তাতীলীগের সভাপতি কবির মিয়া খন্দকার, উপজেলা তথ্য প্রযুক্তিলীগের আহবায়ক মাহবুবুল আলম মিজান, উপজেলা ছাত্রলীগের আহবায়হ সুহেল আরমান প্রমুখ।